October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 12th, 2023, 7:44 pm

মার্কিন নেতৃত্বের সঙ্গে সাম্প্রতিক আলোচনা উৎসাহব্যঞ্জক: পররাষ্ট্রমন্ত্রী

ফাইল ছবি

দেশে ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সন্ত্রাসবাদ ও মৌলবাদের কুৎসিত চেহারা যাতে ফিরে না আসে, সেজন্য সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি দুঃখের সঙ্গে স্মরণ করছি ৯/১১ টুইন টাওয়ারের ধ্বংসযজ্ঞের কথা। যেখানে ২ হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে ছয়জন বাংলাদেশের এবং এরমধ্যে তিনজন আমার নিজের জেলা সিলেটের।’

মোমেন বলেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা আশা করি এ ধরনের ঘটনা আর কখনো ঘটবে না।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নেতৃত্বের সঙ্গে তাদের সাম্প্রতিক আলোচনা উৎসাহব্যঞ্জক হওয়ায় তারা আনন্দিত।

তিনি বলেন, সন্ত্রাসবাদ নির্মূলে তারা অনেক পদক্ষেপ নিয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জিরো টলারেন্স নীতির কারণে বাংলাদেশে কোনো বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং সন্ত্রাসী হামলায় প্রাণহানির আশঙ্কা নেই।

—ইউএনবি