November 2, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 10th, 2021, 8:56 pm

মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে সন্ত্রাস-রাষ্ট্রদ্রোহের অভিযোগ

অনলাইন ডেস্ক :

মিয়ানমারে আটক মার্কিন সাংবাদিকের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদ’ ও ‘রাষ্ট্রদ্রোহে’র অভিযোগ আনা হয়েছে। মিয়ানমারের এক আইনজীবী জানান, অভিযোগ প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদন্ড হতে পারে। সংবাদমাধ্যম আল জাজিরার খবরে জানা গেছে, গত মে মাসে মিয়ানমার ছাড়ার সময় গ্রেফতার হন ড্যানি ফেনস্টার নামের ওই সাংবাদিক। গত বুধবার তার আইনজীবী থ্যান জো অং জানান, তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও মিয়ানমার প্যানেল কোডে নতুন দুটি অভিযোগ আনা হয়েছে। বিশেষ করে ‘সন্ত্রাসী’দের ক্ষেত্রে সন্ত্রাসবিরোধী আইনে অভিযোগ আনা হয়। এতে তিন থেকে সাত বছরের কারাবাসের শাস্তি দিয়ে থাকে মিয়ানমার আদালত। অন্য অভিযোগটি মিয়ানমার প্যানেল কোডের ১২৪ (এ) ধারার। এ ধরায় সাত থেকে ২০ বছর পর্যন্ত শাস্তির বিধান রয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কূটনীতিক ও জিম্মি সংশ্লিষ্ট আলোচনাকারী বিল রিচার্ডসন মিয়ানমারের রাজধানী নে পি দোতে দেশটির সামরিক জান্তা প্রধান মিন অং হল্যাংইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সাক্ষাতের কয়েকদিন পরই নতুন দুটি অভিযোগ সাংবাদিক ফেনস্টারের বিরুদ্ধে আনা হলো। ফেনস্টার মিয়ানমারের রেঙ্গুনভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘ফ্রন্টিয়ার মিয়ানমার’-এর ব্যবস্থাপনা সম্পাদক। তার বিরুদ্ধে সামরিক জান্তা সরকারের বিরুদ্ধে ভিন্ন মতের প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া অভিবাসী আইন লঙ্ঘনেরও অভিযোগ তোলা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে গণতন্ত্রপন্থী অং সান সু চি সরকারকে হটিয়ে ক্ষমতায় আসে মিয়ানমারের জান্তা সরকার। এরপর থেকেই দেশটিতে সরকারবিরোধী বিক্ষোভ অব্যহত আছে। এসব বিক্ষোভে এ পর্যন্ত প্রাণ গেছে এক হাজারের বেশি মানুষের।