October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 30th, 2023, 6:43 pm

মার্কিন সিনেটর ডায়ান ফাইনস্টাইনের মৃত্যুতে মোমেনের শোক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ক্যালিফোর্নিয়ার সিনেটর ডায়ান ফাইনস্টাইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য এবং ফাইনস্টাইনের নির্বাচনী এলাকার জনগণের প্রতি আন্তরিক সমবেদনাও জানিয়েছেন।

সিনেটর ফাইনস্টাইন, মার্কিন সিনেটের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে দায়িত্ব পালনকারী নারী, যিনি গত ৩০ বছর ধরে তার নির্বাচনী এলাকার জনগণের সেবা করেছেন।

ড. মোমেন বলেন, বৈশ্বিক উষ্ণায়ন, নারীর প্রতি সহিংসতা, বর্ধিত জিজ্ঞাসাবাদ কৌশল নিষিদ্ধ করা এবং জননিরাপত্তার জন্য আক্রমণাত্মক অস্ত্র বিক্রি নিষিদ্ধ বা সীমিত করার বিষয়ে আইনি পদক্ষেপে অসাধারণ কাজ সমাজে তার অবদান হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

সিনেটর ফাইনস্টাইনের সঙ্গে তার কথোপকথনের কথা স্মরণ করে মোমেন বলেন, ‘আমি তাকে দেখেছি, তিনি যা বিশ্বাস করতেন তা রক্ষা করার বিষয়ে উৎসাহী ছিলেন। কঠিন সময়ে বাংলাদেশ তাকে একজন বন্ধু হিসেবে পেয়েছে। তার আত্মা শান্তিতে থাকুক।’

—-ইউএনবি