September 18, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 19th, 2024, 7:54 pm

‘মার্চ ফর জাস্টিস’- এ আন্দোলনকারীর মুখ চেপে ধরা শাহবাগ থানার পুলিশ পরিদর্শক বরখাস্ত

হাইকোর্ট এলাকায় কোটা সংস্কার আন্দোলন চলাকালে এক আন্দোলনকারীর মুখ চেপে ধরে আলোচিত হওয়া শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার ডিএমপির পুলিশ কমিশনার মো. মাইনুল হাসানের সই করা স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

কোটা আন্দোলনের অংশ হিসেবে গত ৩১ জুলাই হাইকোর্ট এলাকায় আন্দোলনকারীরা ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করছিলেন। এসময় ঢাকার নিউ মডেল ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। এ ঘটনার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।

ডিএমপি মনে করছে, সুশৃঙ্খল পুলিশ বাহিনীর একজন সদস্য হওয়া সত্ত্বেও তার এরূপ অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম সমন্ধে জনসম্মুখে বিরূপ ধারণার সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আন্দোলনরত শিক্ষার্থীদের মুখ চেপে ধরা ছাড়াও পুলিশ পরিদর্শক আরশাদ হোসেনের বিরুদ্ধে আরও অনেক অভিযোগ রয়েছে। তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের জামায়াত-শিবির বলেও আখ্যায়িত করেছিলেন। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদের শিবির বলে আখ্যা দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে।

—–ইউএনবি