October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, November 24th, 2023, 8:14 pm

মার্শের নামে মামলা

অনলাইন ডেস্ক :

বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মিচেল মার্শের নামে মামলা করেছেন পন্ডিত কেশব নামের এক ভারতীয়। তার অভিযোগ, মার্শ পায়ের নিচে বিশ্বকাপ ট্রফি রেখে ছবি তুলে ভারতীয় ক্রিকেট ভক্তদের অনুভূতিতে আঘাত করেছেন। কেশবের বিশ্বাস, বিশ্বকাপ ট্রফিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কেও অপমান করা। এজন্য থানায় এফআইআর দায়ের করেছেন আলিগড়ের এই আরটিআই অ্যাক্টিভিস্ট। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, কেশব এফআইআরের কপি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরের অফিসেও পাঠিয়েছেন। একই সঙ্গে কেশব দাবি জানিয়েছেন, মার্শকে যেন ভারতের মাটিতে আর কোনো সময় খেলার অনুমতি দেয়া না হয়।

ভারতকে তাদের ঘরের মাঠে হারিয়ে নিজেদের ষষ্ঠ ওয়ানডে বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। শিরোপা জয়ের পর ড্রেসিংরুমে ফিরে ট্রফি নিয়ে উদযাপন করেন অজি ক্রিকেটাররা। ড্রেসিংরুমে ট্রফি নিয়ে তাদের উচ্ছ্বাসের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে কল্যাণে কোটি কোটি মানুষ দেখেছে। সেখানেই একটি ছবিতে বিশ্বকাপ ট্রফির ওপর পা রেখে সোফায় বসে থাকতে দেখা যায় মার্শকে। এটাই নেট দুনিয়ায় সমালোচনার ঝড় তুলেছে। এ কারণে মার্শের ওপর ক্ষেপেছেন ভারতীয় সমর্থকরা।