December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 10th, 2022, 8:24 pm

মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত খায়রুজ্জামান আটক

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম খায়রুজ্জামানকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মালয়েশিয়ার ইংরেজি দৈনিক দ্য স্টার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ জয়নুদিনকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে ‘যথাযথ আইন মেনেই তাকে আটক করা হয়েছে।’

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর এম খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন এবং ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় মালয়েশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে যোগ দেয়ার আগে তাকে খালাস দেয়া হয়।

২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় আসার আহ্বান জানানো হয়।

কিন্তু খায়রুজ্জামান দেশে ফিরে না এসে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী কার্ড নিয়ে সেখানেই থেকে যান বলে দ্য স্টারের খবরে বলা হয়েছে।

এরপর থেকে গত এক দশকেরও বেশি সময় ধরে খায়রুজ্জামান মালয়েশিয়ায় বসবাস করছেন।

আটকের ব্যাপারে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘একটি অপরাধ করার জন্য এবং তার নিজ দেশের সরকারের অনুরোধে’ তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক এই রাষ্ট্রদূতকে বাংলাদেশে ফেরত আনা হবে কি না জানতে চাইলে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন।

—ইউএনবি