October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 23rd, 2021, 8:04 pm

মালয়েশিয়ায় ১২৯ অভিবাসী আটক

অনলাইন ডেস্ক :

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ জন অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। গত সোমবার রাতে দেশটির বালাকং শহরের একটি কারখানা থেকে তাদের আটক করা হয়। খবর দ্য স্টারের মালয়েশিয়া ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে মেশিনের যন্ত্রাংশ তৈরির এক কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করা হয়। এ সময় ১২৯ জনকে আটক করা হয়। তিনি জানান, আটকদের মধ্যে ১১০ জন পুরুষ ও ১৯ নারী। তাদের বয়স ২০-৪৯ বছরের মধ্যে। এরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার এবং নেপালের নাগরিক। খায়রুল দাজাইমি বলেন, মালয়েশিয়ার অভিবাসন আইনের অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে।