October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 7:46 pm

মাহফুজুরের একক সংগীতানুষ্ঠান ‘তুমি আমার প্রেয়সী’

অনলাইন ডেস্ক :

প্রতিবারের মতো এবারের ঈদেও গান শোনাবেন বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তার একক সংগীতানুষ্ঠানের নাম ‘তুমি আমার প্রেয়সী’। থাকছে মোট ১০টি গান। প্রচার হবে ঈদের দিন রাত ১০টা ৩০ মিনিটে। এটিএন বাংলা সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে রয়েছে মোট ১০টি গান। অ্যালবামের গানগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। গানের কথা লিখেছেন শেখ রেজা শানু, নাজমা মোহাম্মদ ও রাজেশ ঘোষ। অ্যালবামে রয়েছে প্রেম করলেই, ভালোবাসা দাও, চাই চাই চাই, আমার জীবন, নয়নে রাখিব নয়ন, মুক্তি চেয়েছ, লক্ষ্মী মেয়ে, ললনা, পরান পাখি ও প্রেয়সী শিরোনামের গান। গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে। ২০১৬ সালের পবিত্র ঈদুল আজহায় নিজের টেলিভিশন চ্যানেলে একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করে আলোচনা-সমালোচনায় আসেন ড. মাহফুজুর রহমান। এরপর থেকে প্রত্যেক ঈদে তিনি নিয়মিত গাইছেন।