December 3, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, March 15th, 2023, 8:07 pm

মাহির প্রথম, উচ্ছ্বসিত ভাবনাও

অনলাইন ডেস্ক :

এ সময়ের অভিনেত্রী সামিরা খান মাহি। মূলত ছোট পর্দায় তার ব্যস্ততা। তবে প্রথমবার কাজ করলেন ওয়েব সিরিজে। আজ বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে সেই সিরিজ। ফলে উচ্ছ্বাস-কৌতূহলে কাটছে তার সময়। একই উচ্ছ্বাস ভর করেছে অভিনেত্রী আশনা হাবিব ভাবনার মনেও। কারণ এই সিরিজে ব্যতিক্রম চরিত্রে আছেন তিনিও। তাই দর্শকের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ভাবনা। সিরিজটির নাম ‘ওভারট্রাম্প’। নির্মাণ করেছেন বাশার জর্জিস। এটি দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। তারকাবহুল এই সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। তার সঙ্গে আছেন একঝাঁক অভিনয়শিল্পী। এর মধ্যে উল্লেখযোগ্য হলেন- মোস্তফা মনওয়ার, এফ এস নাঈম, শরীফ সিরাজ, মীর নওফেল আশরাফী জিসান প্রমুখ। নিজের প্রথম ওয়েব প্রজেক্ট নিয়ে বেশ উচ্ছ্বসিত সামিরা খান মাহি। প্রিয় অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগাভাগি করতে পেরে আনন্দিত তিনি। বললেন, ‘আমার জন্য এই সিরিজে কাজ করাটা একদম নতুন অভিজ্ঞতা ছিলো। দুর্দান্ত সব সহশিল্পীরা আমার কাজটি সহজ করে দিয়েছিলেন। এখন সিরিজটা দেখে দর্শক পছন্দ করলে নতুন কাজের উৎসাহ পাবো।’ একই সুরে উচ্ছ্বাস প্রকাশ করলেন আশনা হাবিব ভাবনাও। তিনি বলেন, “ওভারট্রাম্প’-এ আমার চরিত্রের নাম রমা। তার সঙ্গে আমার কোনো মিল নেই। এ ছাড়া আমার অতীতের কাজগুলো থেকেও এই চরিত্রটি ভিন্ন। ফলে কাজটি চ্যালেঞ্জিং ছিলো। আমি আমার সর্বোচ্চ চেষ্টা দেওয়ার চেষ্টা করেছি। বাকিটা দর্শকের ওপর নির্ভর করছে।’ ডার্ক কমেডি ধাঁচের সিরিজটিতে নতুন রূপে হাজির হচ্ছেন চঞ্চল চৌধুরী। তার অনুভূতি এরকম, ‘আমাদের সমাজে এ ধরনের ঘটনা বিশেষ করে নগর জীবনে অহরহ ঘটছে। এই গল্পে যেমন অন্ধকার দিকের কথা আছে, তেমনি কিছু শিক্ষণীয় দিকও আছে। এ ছাড়া আমার চরিত্রে কিছুটা চমকও থাকছে। আপাতত এটুকুই বলতে চাই। বাকিটা দর্শক সিরিজ দেখেই বুঝে নিক।’ সিরিজের গল্প সম্পর্কে খানিকটা আঁচ দিলেন নির্মাতা বাশার জর্জিস। জানালেন, সাধারণ ব্যাবসায়ী মিরাজকে অপহরণ করে ভীষণ দুর্বিপাকে পড়ে ফটকা সেলিম। এরপর জট পাকিয়ে যায় সব কিছুতেই। ধোঁকা দেওয়াই যখন খেলা, তখন এই খেলায় কে জেতে কে হারে, বলা কঠিন। এসবই হাস্যরস আর থ্রিলে উঠে আসবে ‘ওভারট্রাম্প’-এ। ৬ পর্বের এই সিরিজের গল্প লিখেছেন বাশার জর্জিস, সিদ্দিক আহমেদ, অম্লান ও মোন্তাসির মান্নান। আর চিত্রনাট্য সাজিয়েছেন মোন্তাসির মান্নান।