April 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 1st, 2021, 7:28 pm

মায়ের কাছে ক্ষমা চেয়ে অভিনেত্রীর আত্মহত্যা

অনলাইন ডেস্ক :

ভারতের বেঙ্গালুরুর শহরতলির একটি ফ্ল্যাটে থাকতেন কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেত্রী সৌজন্য। বৃহস্পতিবার সকালে নিজের ফ্ল্যাট থেকেই এই অভিনেত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম জানায়, অভিনেত্রী সৌজন্যর ঘর থেকে চার পাতার একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। যেটি ইংরেজি এবং কন্নড় ভাষায় লেখা। সুইসাইড নোট থেকে জানা যায়, আত্মহত্যা করার জন্য মায়ের কাছে ক্ষমা চেয়েছেন তিনি। এ নোটে মা-বাবা, ভাই-বন্ধুদের কথাও উল্লেখ করেছেন তিনি। সৌজন্য মানসিক অবসাদে ভুগছিলেন। আর এ কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এ ঘটনার পর মামলা দায়ের হয়েছে। এরইমধ্যে মামলার তদন্ত শুরু করেছে কুম্বালাগোডু পুলিশ। ২৫ বছর বয়সী সৌজন্য কোড়াগু জেলার কুশালনগর থেকে অভিনয়ের জন্য বেঙ্গালুরু পাড়ি জমান। বেশ কিছু টেলিভিশন সিরিয়ালে দেখা গেছে তাকে। ‘চৌকাটু’, ‘ফান’ নামের চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। এ ছাড়া বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন এ অভিনেত্রী।