October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, August 21st, 2023, 7:40 pm

মিউজিক্যাল ফিল্মে ইমতু-নিঝুম রুবিনা

অনলাইন ডেস্ক :

এ প্রজন্মের আলোচিত চিত্রনায়িকা নিঝুম রুবিনা। বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি। সর্বশেষ ‘মেঘকন্যা’ সিনেমায় দেখা যায় তাকে। পাশাপাশি নাটক-টেলিফিল্ম, টিভি বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ডের ফটোশুটে অংশ নিচ্ছেন। এবার মিউজিক্যাল ফিল্মে অভিনয় করলেন তিনি। এতে তার বিপরীতে রয়েছেন ইমতু রাতিশ। এছাড়াও রয়েছেন সাকিন আহম্মেদ। ‘ওরে আবেগ’ শিরোনামের এই মিউজিক্যাল ফিল্মে কণ্ঠ দিয়েছেন সামস। গানের কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর ও সংগীত করেছেন মহিদুল হাসান। গানটির নৃত্য পরিচালনা করেছেন নুহূ রাজ। রাহুল রওশনের প্রযোজনায় এটি আনাহীতা ইন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে ২৪ আগস্ট মুক্তি পাবে।

সম্প্রতি নতুন একটি সিনেমায় নাম লেখিয়েছেন নিঝুম রুবিনা। চলতি বছরে দুটি সিনেমার অধিকাংশ শুটিং শেষ করেছেন তিনি। আজিম খান পরিচালিত ‘দুই মা’ সিনেমায় নিঝুমের বিপরীতে অভিনয় করছেন সাইফ খান। আনোয়ার শিকদার টিটোন পরিচালিত ‘বন্ধু তুই আমার’ সিনেমায় তার বিপরীতে রয়েছেন তানভীর তনু। শুটিং শেষে মুক্তির অপেক্ষায় রয়েছে নিঝুম রুবিনার ‘সংসার’ সিনেমাটি। অপূর্ব রানা পরিচালিত এ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে দেখা যাবে তাকে। রাহুল রওশন পরিচালিত ‘জানরে’ সিনেমায় শিপন মিত্রের বিপরীতে দেখা যাবে নিঝুম রুবিনাকে।

একই নির্মাতার ‘বেসামাল’ সিনেমাটিও মুক্তির তালিকায় রয়েছে। এ সিনেমায় রিয়াসাদ শুভর সঙ্গে জুটি বেঁধেছেন নিঝুম রুবিনা। সিনেমার পাশাপাশি টিভি নাটক নিয়েও ব্যস্ত সময় পার করছেন রুবিনা। এ অভিনেত্রী জানান, নতুন কয়েকটি ধারবাহিকের কাজ করছেন তিনি। তা ছাড়াও মাসে আট-দশটা একক নাটকে কাজ করছেন তিনি।