November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 15th, 2022, 3:17 pm

মিজোরামে পাথর খনি ধসে ৮ জনের মৃত্যু

ভারতের মিজোরামে পাথর খনি ধসে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরও ১২ শ্রমিক ভেতরে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুর ২টা ৪০ মিনিটের দিকে মিজোরামের নাথিয়াল জেলার মৌদারহ এলাকায় এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড নামক পাথরের খনিতে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম এএনআই এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এবিসিআই ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডে আটকে পড়া ১২ জনের মধ্যে ৪ জন কর্মচারী এবং ৮ জন ঠিকাদার কর্মচারী।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুইজন অফিসার ও ১৩ জন শ্রমিক নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল গঠন করা হয়েছে।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত আছে বলে জানা যায়।

নাথিয়াল জেলার অতিরিক্ত ডেপুটি কমিশনার সাইজিকপু সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, লাশগুলোর ময়নাতদন্তের পরে তাদের পরিচয় শনাক্ত করা হবে।

—ইউএনবি