October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, June 23rd, 2022, 9:07 pm

মিডিয়া টাইকুন মারডক ও জেরি হলের বিবাহ বিচ্ছেদ

অনলাইন ডেস্ক :

মিডিয়া টাইকুন রুপার্ড মারডক এবং মডেল জেরি হলের বিবাহ বিচ্ছেদ ঘটেছে। এ বিষয়ে জানেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে গত বুধবার নিউইয়র্ক টাইমস’র এক রিপোর্টে এ কথা বলা হয়। ৯১ বছর বয়সী মারডকের এটি চতুর্থ বিবাহ বিচ্ছেদ। ২০১৬ সালের মার্চে লন্ডনে তিনি জেরি হলকে (৬৫) বিয়ে করেন। ফোবর্স ম্যাগাজিনের হিসেবে অস্ট্রেলিয়ান নাগরিক মারডকের সম্পদের পরিমাণ ১৭ বিলিয়ন ডলারেরও বেশী।নিউইয়র্ক টাইমস জানিয়েছে, বিয়ে বিচ্ছেদে তার ব্যবসার মালিকানা কাঠামোয় কোন পরিবর্তনের সম্ভাবনা নেই। তার কোম্পানির মালিকানায় ‘ফক্স নিউজ’ এবং ‘ওয়াল স্ট্রিট’ জার্নালও রয়েছে। বিশ্বব্যাপী তার মিডিয়া স¤্রারাজ্যের মধ্যে ‘নিউইয়র্ক পোস্ট’, ‘টাইমস অফ লন্ডন’ এবং ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ রয়েছে। মারডকের এক মুখপাত্র ব্রাইস টমের সঙ্গে এএফপি যোগাযোগ করলে এ বিষয় তার কোন মন্তব্য পাওয়া যায়নি। একটি বিবৃতির জন্য জেরি হলের এক প্রতিনিধিকে অনুরোধ জানানো হলেও কোন সাড়া পাওয়া যায়নি। মারডকের প্রথম স্ত্রী ছিলেন অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার। তার সাথে তিনি ১৯৬০ এর দশকের শেষদিকে বিয়ে বিচ্ছেদ ঘটান। মারডকের দ্বিতীয় স্ত্রী ছিলেন এক সংবাদপত্রের রিপোর্টার আনা, ৩০ বছর একত্রে থাকার পর ১৯৯৯ সালে তাদের বিচ্ছেদ ঘটে। এর পরে মারডক উদ্যোক্তা ওয়েন্ডি ডেংকে বিয়ে করেন। কিন্তু, ২০১৩ সালে তাদের সে বিয়েও বিচ্ছেদ ঘটে। জেরি হল একজন অভিনেত্রীও ছিলেন। তিনি দ্য রোলিং স্টোনের প্রধান গায়ক মিক জ্যাগারের দীর্ঘ দিনের পার্টনার ছিলেন। যার সাথে তার ৪ সন্তান রয়েছে।