September 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 14th, 2024, 8:41 pm

মিতু হত্যা: বাবুল আকতারের জামিন শুনানি ১৮ আগস্ট

চট্টগ্রামের চাঞ্চল্যকর মাহমুদা খানম মিতু হত্যা মামলার প্রধান আসামি তার স্বামী পুলিশের সাবেক এসপি বাবুল আক্তারের জামিন আদেশ শুনানির জন্য আগামী ১৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) চট্টগ্রাম তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বাবুল আক্তারের পক্ষে ১৮ পৃষ্ঠার জামিন আবেদন করা হলে প্রায় দেড় ঘণ্টা ধরে উভয় পক্ষের শুনানি শেষে আদালত আদেশের জন্য নতুন তারিখ ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাবুল আক্তারের আইনজীবী কফিল উদ্দিন বলেন, ‘আমরা জামিন আবেদন করছি। আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন। আমরা আমাদের যুক্তি উপস্থাপন করেছি। শুনানি শেষে বাবুল আক্তারের জামিনের বিষয়ে আগামী ১৮ আগস্ট আদেশের দিন ধার্য করেছেন আদালত।’

এর আগে, গত বৃহস্প‌তিবার (৮ আগস্ট) চট্টগ্রাম‌ তৃতীয় অতি‌রিক্ত মহানগর দায়রা জজ আদালতে জামিনের জন্য বিশেষ আবেদন জানালে বিচারক মো. জসিম উদ্দিন নির্ধারিত দিনে আবেদন করতে বলেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতুকে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে গুলি চালিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনায় মিতুর বাবার করা মামলায় বাবুল আক্তারকে প্রধান আসামি করা হয়।

——ইউএনবি