October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, April 25th, 2022, 7:43 pm

মিথ্যাবাদী বন্ধুর গল্প ‘ফাঁপরবাজি’

অনলাইন ডেস্ক :

মামুন, রুদ্র ও কবির তিন বন্ধু। একটি মেসে থাকে তারা। মামুন প্রচুর মিথ্যা কথা বলে। মা-বা-ভাই-বোন থেকে শুরু করে সবার সঙ্গেই মিথ্যা বলে। ভালো করে কথাও বলতে পারে না; কিন্তু ফাঁপরবাজিতে দারুণ পটু। কবিরও একের পর এক প্রেম করে! ফাঁপর দিয়ে মানুষে কাছ থেকে টাকা ধার নেয়। মামুনের সঙ্গে পরিচয় হয় মায়ার। মায়া পিতা-মাতার একমাত্র কন্যা সন্তান। খুব ভদ্র হলেও প্রতিবাদী সব্ভাবের মেয়ে। স্পষ্টবাদী মানুষকে তার পছন্দ। বাবা-মায়ের অপছন্দ থাকা সত্ত্বে মামুনকে ভালোবাসে মায়া। কিন্তু মায়ার সেই বিশ্বাসের প্রতিদান দিতে পারে না মামুন। মায়াকে ভালোবাসলেও মায়ার অনুপস্থিতে আরো কয়েক মেয়ের সঙ্গে গোপনে ডেট করতে গিয়ে মায়ার কাছে ধরা পড়ে মামুন। এ নিয়ে মায়ার কাছে ক্ষমা চেয়েও একই কাজ করে মামুন। মায়া সম্পর্কের মূল্যবোধ, পারিবারিক নিয়ম-রীতি অনুধাবন করলেও মামুন তা বুঝে না! মামুন, কবির, রুদ্র তিনজন তিন প্রজাতির। একসঙ্গে কয়েকজন মেয়ের সঙ্গে প্রেম করে মামুন। পাড়ার গলিতে একজনের সঙ্গে ডেট করতে গিয়ে আরেক প্রেমিকার জুতার বাড়ি খায় সে। রুদ্র সবসময় বড় বড় কথা বলে; সারাক্ষণ ফাঁপরবাজি করে। পকেটে টাকা না থাকলেও কোটি টাকার গল্প করে। এই তিনজনকে বাড়ি ভাড়া দিয়ে বাড়ির মালিকের ঘুম হারাম হয়ে যায়। এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘ফাঁপরবাজি’। মিজানুর রহমান বেলাল রচিত এ নাটক পরিচালনা করেছেন জহির খান। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেনÑতামিম খন্দকার, আবদুল্লাহ রানা, আশপিয়া ওহি, ইশরাত জাহান, নবিন হাসান, তায়েবা ঐশী, সাগর রেইন, সাহেলা আক্তার প্রমুখ। সাত পর্বের এই ধারাবাহিক নাটক প্রসঙ্গে নির্মাতা জহির খান বলেন, ‘আমাদের যাপিত-জীবনের বাস্তব কিছু ঘটনাবলীর সংযোজনে নির্মিত হয়েছে ‘ফাঁপরবাজি’ নাটকটি। ঈদুল ফিতরের একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।’