October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, November 1st, 2021, 8:03 pm

মিথ্যা বলেছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী, দাবি ম্যাক্রোঁর

অনলাইন ডেস্ক :

ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিযোগ, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সাবমেরিন চুক্তি নিয়ে তার কাছে মিথ্যা বলেছেন। গতকাল সোমবার বিবিসি এ খবর জানিয়েছে। ম্যাক্রোঁকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি মরিসনকে কি মিথ্যুক মনে করেন? জবাবে ফরাসী প্রেসিডেন্ট বলেন, ‘আমি এটা মনে করি না, আমি এটা জানি।’ পরমাণু অস্ত্র বহনে সক্ষম- এ ধরনের ১২টি সাবমেরিন কিনতে ফ্রান্সের সঙ্গে একটি চুক্তি করেছিল অস্ট্রেলিয়া। ওই চুক্তি ভঙ্গ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সাবমেরিন কেনার চুক্তি করেন মরিসন। সাবমেরিন ক্রয়ের এ চুক্তি নিয়ে কার্যত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের অবনতি হতে থাকে ফ্রান্সের। এরইমধ্যে রোমে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসী প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বৈঠক করেছেন। ফ্রান্সের ৩ হাজার ৭০০ কোটি ডলার মূল্যের এ চুক্তি ভেস্তে যাওয়ায় কার্যত ক্ষুব্ধ ফ্রান্স। তবে স্কট মরিসন নিজে ‘অসৎ’ মানতে নারাজ। তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত সেপ্টেম্বরে চুক্তি ভাঙ্গা-গড়ার এসব ঘটনার পর প্রথমবারের মতো রোমে জি-২০ সম্মেলনে দুই নেতা মুখোমুখি হয়েছেন। সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার এক সাংবাদিক ম্যাক্রোঁকে প্রশ্ন করেন, তিনি আবারও মরিসনকে বিশ্বাস করবেন কিনা? জবাবে ম্যাক্রোঁ বলেন, ‘আমরা দেখবো তিনি কী করেন।’