October 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 15th, 2021, 8:49 pm

মিথ্যা-সাজানো মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন

অনলাইন ডেস্ক :

রাজারবাগের পীর সিন্ডিকেটের মিথ্যা ও সাজানো মামলা থেকে মুক্তির দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগীরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত ভুক্তভোগীরা এ মানবন্ধন করেন। এসময় এ সিন্ডিকেটের করা ৮ শতাধিক মিথ্যা মামলা ও ৫ শতাধিক ভুক্তভোগী আসামি রয়েছে বলে দাবি করেন তারা। মানববন্ধনের সমন্বয়ক ও ৪৯ মামলার আসামি একরামুল আহসান কাঞ্চন জানান, সম্পত্তি হাতিয়ে নেওয়া, মামলা দিয়ে অর্থ আদায়, প্রলোভন দেখিয়ে সম্পত্তি দখলসহ নানা উদ্দেশ্যে তার নামে দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা করেছে একটি মহল। হয়রানির বিষয় উল্লেখ করে কাঞ্চন বলেন, মামলাগুলো সম্পূর্ণ হয়রানিমূলক। ভাড়াটে বাদি, আসামি চিনে না বাদিকে, বাদি চিনে না আসামিকে এমন একটা অবস্থা। মাসে ১৫ দিন বিভিন্ন মামলার হাজিরা দিতে হয় জেলায় জেলায়। তিনি আরও বলেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাই, হয়রানিমূলক এসব মামলা থেকে মুক্তি চাই। কক্সবাজারের কুতুবদিয়া থেকে আসা শারীরিক প্রতিবন্ধী জিন্নাত আলী জানান, মিথ্যা মামলা দিয়ে আমার জমি দখল করে রেখেছে পীরের লোকেরা। আমি এই মামলা থেকে পরিত্রাণ চাই।