October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 11th, 2021, 7:24 pm

মিমের নতুন অভিজ্ঞতা

অনলাইন ডেস্ক :

ঢালিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম। বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নিয়ে। সাইবার থ্রিলার গল্পের সিনেমাটিতে তার সহশিল্পী অভিনেতা সিয়াম আহমেদ ও অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ছবিটিতে কাজ করতে গিয়ে কেমন অভিজ্ঞতা হচ্ছে জানতে চাইলে মিম বলেন, এ সিনেমায় আইটি স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করছি। এ ধরনের গল্প ও চরিত্রে এবারই প্রথম অভিনয় করছি। কাজ করে সত্যি নতুন এক অভিজ্ঞতা হচ্ছে। কারণ, খুব ভালো একটা টিম তো। সিনেমায় তো গ্রুপ ওয়ার্কটা অত্যন্ত জরুরি। আমিসহ সবাই খুব হার্ড ওয়ার্ক করছি সিনেমাটির জন্য। আশা করি দারুণ একটি কাজ হবে সব মিলিয়ে। এদিকে, জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি কিছু ছবি প্রকাশ করেছেন। সেখানে ফিগার, লুক নেটিজেনদের প্রশংসা কুড়াচ্ছে। ছবিগুলো দেখে মিমকে বলিউডের নায়িকাদের সঙ্গেও তুলনা করছেন কেউ কেউ। এ ব্যাপারে মিম বলেন, ভক্তদের ভালো লাগা, উচ্ছ্বাস আমাকে আনন্দ দেয়। যখন তারা প্রশংসা করেন কাজের স্পৃহা আরও বেড়ে যায়। এ ছাড়া মিম অভিনীত ‘পরাণ’ ও ‘দামাল’, ইত্তেফাকসহ বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলো নিয়ে বেশ আশাবাদী মিম। তিনি বলেন, এই সিনেমাগুলো প্রত্যেকটি দর্শকের ভালো লাগার মতো। কিন্তু দুঃখের বিষয় মহামারি করোনার কারণে সিনেমাগুলো মুক্তি পাচ্ছে না। তবে আশা করছি পরিস্থিতি যেহেতু ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। ছবিগুলো দ্রুত মুক্তি দিতে পারবে প্রযোজক-পরিচালকরা। আর যখন সিনেমাগুলো আসবে দর্শকদের মন জয় করে নেবে এটা আমার বিশ্বাস।