অনলাইন ডেস্ক :
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর মাঠে গড়ানোর আগেই শুরু হয় নানা বিতর্ক। ডিআরএস না থাকাসহ কয়েকটি ইস্যুতে সমালোচনা করেছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তবে আগের আসরগুলোর তুলনায় এবার রান ভালো হওয়ায় মিরপুরের উইকেটের প্রশংসা করলেন সাকিব। মিরপুরের উইকেটের প্রশংসা করে সাকিব বলেন, ‘দেখুন এবারের উইকেট অনেক ভালো। মিরপুরে সাধারণত এত ভালো উইকেট আমরা পাই না। কিউরেটরকে কৃতিত্ব দিতেই হয়। এ কারণেই এত বেশি রান হচ্ছে। আর মাঠের খেলাটাও অনেক বেশি ভালো হচ্ছে। এক্সাইটিং হচ্ছে।’ চলমান বিপিএলে রান পেয়েছে তৌহিদ হৃদয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্তর মতো তরুণ দেশি ব্যাটাররা। তবে বোলাররা উইকেট না পাওয়ায় বেশ হতাশ সাকিব। তিনি আরও বলেন, ‘অনেকেই ভালো খেলছে। আপনি যদি দেখেন শান্ত, তৌহিদ, জাকিররা খুবই ভালো ব্যাটিং করছে। অন্যান্য দলের ক্রিকেটাররাও ভালো ব্যাটিং করছে। লোকাল ব্যাটাররা ভালো ব্যাটিং করছে, এটা আমাদের জন্য ভালো একটা দিক। অনেক কৃতিত্ব দিতে হয় উইকেটকে। উইকেট ভালো, তাই ব্যাটাররা সুযোগ পাচ্ছে রান করার। দেখুন আগে ৩০-৪০ হতো এখন ৭০ হচ্ছে। এরপর ওরা এটাও শিখে যাবে যে কীভাবে একশ করতে হয়। তবে আমাদের দেশীয় বোলাররা কিন্তু ভালো বল করছে না। ভালো উইকেটে কীভাবে বোলিং করতে হয় সেটাও আমাদের শিখে নিতে হবে।’
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা