October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, September 18th, 2023, 7:35 pm

মিরপুরে কিউইদের অনুশীলন শুরু

অনলাইন ডেস্ক :

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দুই দিনে দুই ধাপে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। সফরকারীদের দ্বিতীয় বহর ঢাকা নামে রোববার বিকেলে। সোমবার (১৮ সেপ্টেম্বর) মিরপুরের একাডেমি মাঠে সকাল ১০টায় অনুশীলন শুরু করে কিউইরা। ২১ সেপ্টেম্বর শুরু হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ। বাকি দুই ম্যাচ ২৩ ও ২৬ সেপ্টেম্বর। মিরপুরে তিনটি ম্যাচই শুরু হবে দুপুর ২টায়। এই সিরিজ শেষে ২৭ সেপ্টেম্বর বিশ্বকাপে অংশ নিতে ভারতের গুয়াহাটির উদ্দেশে যাত্রা করবে বাংলাদেশ দল। এই সিরিজে দুই দলের মূল খেলোয়াড়দের বেশিরভাগই বিশ্রামে থাকছেন।

বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। এই সিরিজ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এ ছাড়া সৌম্য সরকার, নুরুল হাসান সোহানও ফিরেছেন জাতীয় দলে। বাংলাদেশ সফরের নিউজিল্যান্ড স্কোয়াড : লকি ফার্গুসেন (অধিনায়ক), ফিন অ্যালেন, টম ব্ল্যান্ডেল, ট্রেন্ট বোল্ট, চাঁদ বোউস, ডেন ক্লেবার, ডিন ফক্সক্রফট, কাইল জেমিসন, কোল ম্যাককনহি, অ্যাডাম মিলনে, হেনরি নিকোলস, রাচিন রবীন্দ্র, ইশ সোধি, ব্লেয়ার টিকনার, উইল ইয়ং।