October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 17th, 2023, 9:31 pm

মিরসরাই দুর্ঘটনায় লেগুনা চালক নিহত, আহত ১০

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান নামে এক লেগুনাচালকের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চালক আব্দুর রহমান চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগি ইউনিয়নের উত্তরবন্দর এলাকার মরহুম রুহুল আমিনের ছেলে।

স্থানীয়রা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে একটি লেগুনা সড়কের পাশের ডোবায় পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে ডোবায় ডুবে যাওয়া লেগুনাটির আরও ১০ যাত্রী আহত হয়েছে। আহতদের উদ্ধারে করে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. সাজ্জাদ হোসেন বলেন, আহত শ্রমিকদের স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। নিহত চালকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

—-ইউএনবি