November 11, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, February 27th, 2023, 8:39 pm

মিরাজের মাথায় আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলের ক্যাপ

অনলাইন ডেস্ক :

২০২২ সালটি মেহেদী হাসান মিরাজের স্বপ্নের মতো কেটেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে যাই করতে চেয়েছেন, ঠিকঠাক করতে পেরেছেন। বলা চলে পারফরম্যান্সের ফুল ফুটিয়েছেন সর্বোচ্চভাবে। তাতে পারফরম্যান্সের স্বীকৃতি স্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ জায়গা করে নিয়েছিলেন। বর্ষসেরা ওয়ার্ডে দলে জায়গা করে নেওয়ার পুরস্কার হিসেবে একটি স্মারক ক্যাপ পেয়েছেন তিনি। এই ক্যাপ নিয়ে সোমবার দলীয় অনুশীলন শুরুর আগে ফটোসেশন করেছেন। এ সময় তাকে ভীষণ উচ্ছ্বসিত দেখা গেছে। তাকে এই ক্যাপ পরিয়ে দেন স্পিন কোচ রঙ্গনা হেরাথ। এ সময় তামিম-সাকিবরা হাততালি দিয়ে মিরাজকে অভিনন্দন জানান। বাংলাদেশের এই অফস্পিনার বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দুর্দান্ত ছিলেন। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন তিনি। এ ছাড়া ৬৬ গড়ে ৩৩০ রান আসে তার ব্যাট থেকে। সবচেয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে। প্রথম ম্যাচে ৩৮ রানে অপরাজিত থেকে ১ উইকেটে দলকে জেতানোর পর দ্বিতীয় ম্যাচে তার ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে ভর করেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে। ২০২২ সালের বর্ষসেরা ওয়ানডে দলে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন মিরাজ। গত বছর ওয়ানডেতে দারুণ পারফরম্যান্স করা এমন সেরা ১১ জনকে নিয়ে একাদশ ঘোষণা করে আইসিসি। যেটি প্রকাশ করা হয় গত জানুয়ারিতে।