July 25, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 13th, 2022, 3:13 pm

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ সমাবেশ

জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে এবং কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের হামলা, মকবুল হত্যা, গায়েবি মামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরীর দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ কে এম শফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ ও যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী প্রমুখ। বক্তারা বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল নেতৃবৃন্দের অবিলম্বে নি:শর্ত মুক্তির দাবি জানান।