September 17, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 2nd, 2024, 8:09 pm

মিশরে আবাসিক ভবন ধসে ৫ জন নিহত

সিনহুয়া, কায়রো :

মিশরের দক্ষিণাঞ্চলীয় আসিউত রাজ্যে একটি আবাসিক ভবন ধসে অন্তত পাঁচজন নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আহরাম অনলাইন এ খবর দিয়েছে।

স্থনীয় সময় সোমবার (১ জুলাই) এ ঘটনার পর ধ্বংসস্তূপের নিচ থেকে ওই পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া ধসে পড়া ভবন থেকে আরও অন্তত ছয়জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন আসিউতের গভর্নর এসাম সাদ।

গভর্নর জানিয়েছেন, উদ্ধারকারী দল নিখোঁজদের সন্ধানে অভিযান চালিয়ে যাচ্ছে। এ ঘটনার পর ওই ভবন ও তার আশপাশের এলাকার ভবনগুলো থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং আশপাশের ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করতে একটি জরুরি প্রকৌশল কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও বলে ন, দুর্ঘটনায় নিহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে।