July 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 3rd, 2023, 8:16 pm

মিশরে গিজার গ্রেট পিরামিডের গোপন করিডোরের সন্ধান

অনলাইন ডেস্ক :

সাড়ে চার হাজার বছর পুরোনো গিজার গ্রেট পিরামিডের মূল প্রবেশদ্বারের কাছেই ৯ মিটার দীর্ঘ গোপন করিডোরের সন্ধান পেয়েছে মিশরীয় পুরাকীর্তি বিভাগ। বৃহস্পতিবার এ আবিষ্কারের কথা জানান দেশটির পুরাকীর্তি বিভাগের কর্মকর্তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০১৫ সাল থেকে শুরু হওয়া স্ক্যান পিরামিড প্রজেক্টের আওতায় প্রাচীন বিশ্বের সপ্তম আশ্চর্যর মধ্যে টিকে থাকা একমাত্র পুরাকীর্তি গিজার পিরামিডের ভেতর এ লুকানো করিডোরের হদিস মিলেছে। এই স্ক্যান পিরামিড প্রজেক্টে খনন না করে ইনফ্রারেড থার্মোগ্রাফি, ত্রিমাত্রিক সিমুলেশন ও কসমিক রে ইমেজিংকে কাজে লাগিয়ে পিরামিডের স্থাপনার ভেতরে কী কী আছে, তা বের করার চেষ্টা চলছে। জার্নাল নেচারে প্রকাশিত এক নিবন্ধে আশা প্রকাশ করা হয়, এই গোপন করিডোরের আবিষ্কার পিরামিডের নির্মাণ বিষয়ে জ্ঞান এবং করিডোরের সামনে অবস্থিত একটি ত্রিকোণাকৃতির চুনাপাথরের কাঠামোর উদ্দেশ্য সম্পর্কে ধারণা দিতে ভূমিকা রাখবে। গিজার এই গ্রেট পিরামিডটি ফারাও খুফু বা চেপোসের আমলে, আনুমানিক দুই হাজার ৫৬০ খ্রিস্টপূর্বাব্দে নির্মিত হয়েছিল। নির্মাণের সময় এর উচ্চতা ছিল ১৪৬ মিটার, যার ১৩৯ মিটার এখনো টিকে আছে। ১৮৮৯ সালে প্যারিসে আইফেল টাওয়ার বানানোর আগে মনুষ্যনির্মিত এর চেয়ে উঁচু স্থাপনা আর ছিল না। মিশরের পুরাকীর্তি বিষয়ক সুপ্রিম কাউন্সিলের প্রধান মোস্তফা ওয়াজিরি বলেছেন, “যে অসম্পূর্ণ করিডোরের হদিস মিলেছে, সেটি পর্যটকরা এখন যেটাকে মূল প্রবেশদ্বার হিসেবে ব্যবহার করে, তার থেকে ৭ মিটার দূরে অবস্থিত। এই করিডোর হয় ওই মূল প্রবেশদ্বারের আশপাশ বা এখনো অনাবিষ্কৃত কোনো কুঠুরি বা জায়গার চারপাশে পিরামিডের ওজন পুনর্বন্টনের লক্ষ্যে বানানো হয়েছিল।” পিরামিডের অন্য অংশে স¤্রাটের সমাধি কক্ষের ওপরে থাকা ৫টি কক্ষও বিশাল স্থাপনাটির ওজন পুনর্বন্টনের লক্ষ্যে বানানো হয়েছিল বলে প্রতœতত্ত্ববিদরা ধারণা করছেন। প্রসঙ্গত, মিশরের পিরামিডগুলো দেশটির প্রধান পর্যটন আয়ের খাত। ২০১১ সালের বিদ্রোহে শক্তিশালী প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাজনৈতিক অস্থিরতার ফলে এই খাতটি বেশ ক্ষতিগ্রস্ত হয়। সহিংসতা ও করোনভাইরাস মহামারির কারণে দেশটির পর্যটন খাত আরও ভেঙে পড়ে। ফলে এই খাতটিকে চাঙা করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার।