অনলাইন ডেস্ক :
প্রায় দুই বছর পর আবার পাকিস্তান ক্রিকেটে ফিরলেন মিসবাহ-উল-হক। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) টেকনিক্যাল কমিটির প্রধান করা হয়েছে সাবেক এই ব্যাটসম্যান ও কোচকে। কমিটিতে তার সঙ্গী আরও দুই সাবেক ব্যাটসম্যান ইনজামাম-উল-হক ও মোহাম্মদ হাফিজ। একটি ‘হাই প্রোফাইল’ টেকনিক্যাল কমিটি গঠনের ঘোষণা গত সপ্তাহেই দিয়েছিলেন পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ। এই কমিটি ক্রিকেট সংক্রান্ত বিষয়ে পরামর্শ দেবে বোর্ড প্রধানকে। কমিটিতে সাবেক তিন ক্রিকেটারকে নিয়োগ দেওয়ার কথা বুধবার বিবৃতি দিয়ে জানায় পিসিবি। এই কমিটিকে বিস্তৃত ক্ষমতা দেওয়া হয়েছে।
সামগ্রিক ঘরোয়া কাঠামো, সময়সূচি, প্লেয়িং কন্ডিশন, জাতীয় নির্বাচক কমিটি নিয়োগ, জাতীয় দলের কোচ নিয়োগ, কেন্দ্রীয় ও ঘরোয়া চুক্তি থেকে শুরু করে আম্পায়ার, রেফারি এবং কিউরেটরদের উন্নয়নের পরিকল্পনা নিয়েও পরামর্শ দেবে মিসবাহর নেতৃত্বাধীন কমিটি। এই কমিটির ক্রিকেট বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানোর ক্ষমতা থাকবে এবং নিয়মিতভাবে পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধানকে রিপোর্ট করবে বলেও জানানো হয় বিবৃতিতে। এর আগে পাকিস্তানের কোচ ও প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন সাবেক অধিনায়ক মিসবাহ। ২০২১ সালে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ান তিনি। অতীতে প্রধান নির্বাচক হিসেবে কাজ করেছেন আরেক সাবেক অধিনায়ক ইনজামামও।
আরও পড়ুন
কানপুর টেস্টে মুমিনুলের সেঞ্চুরি, বাংলাদেশের সংগ্রহ ২৩৩ রান
আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার বিয়য়ে যা বললেন তামিম
অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে দক্ষিণ আফ্রিকা