December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 14th, 2024, 8:29 pm

মিসরে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষ, নিহত ১৫

অনলাইন ডেস্ক :

মিসরের রাজধানীর উত্তরে আমরেয়া শহরের কাছে কায়রো-আলেকজান্দ্রিয়া মরুভূমির মহাসড়কে একাধিক যানবাহনের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং সাতজন আহত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মেনা জানিয়েছে। দুর্ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে মেনা স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে।

ট্রাফিক অফিসাররা বলেছেন, বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে এবং দুর্ঘটনা তদন্তের বিষয়টি এখন বন্ধ রয়েছে। দ্রুতগতি, দুর্বল রক্ষণাবেক্ষণ এবং ট্রাফিক আইনের শিথিল প্রয়োগের ফলে মিসরে প্রতিবছর সড়ক দুর্ঘটনায় হাজার হাজার প্রাণ ঝরে যায়। সূত্র : রয়টার্স