April 23, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, February 19th, 2023, 8:49 pm

মিসিসিপিতে বন্দুক হামলা, ৬ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক :

মার্কিন যুক্তরাষ্ট্রের মিসিসিপি রাজ্যের একটি ছোট গ্রামীণ শহরে সশস্ত্র এক ব্যক্তি তার প্রাক্তন স্ত্রী এবং অন্য পাঁচজনকে গুলি করে হত্যা করেছে। তিনটি বন্দুক নিয়ে ওই ব্যক্তি এই ঘটনা ঘটায় বলে জানিয়েছে পুলিশ। নিহতদের বিভিন্ন স্থানে হত্যা করা হয়। এর মধ্যে আছে আরকাবুতলাতে একটি দোকান ও দুটি বাড়ি। এই ঘটনায় পুলিশ ৫২ বছর বয়সী স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে এবং তাকে স্থানীয় একটি কারাগারে আটক রাখা হয়েছে। তার এই হামলার উদ্দেশ্য এখনো শনাক্ত করা যায়নি। মিসিসিপির গভর্নর টেট রিভস বলেছেন, ‘সন্দেহভাজন ব্যক্তি একাই এই ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।’ পুলিশ ব্র্যাড ল্যান্স বলেন, বন্দুকধারী একটি পেট্রোল স্টেশনে দোকানে প্রবেশ করে এবং একজন ব্যক্তিকে গুলি করে। যার সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। এরপর তিনি চলে যান কাছাকাছি একটি বাড়িতে, যেখানে তিনি তার প্রাক্তন স্ত্রীকে গুলি করেন। সংবাদ মাধ্যম সিএনএন অনুসারে, তার বাগদত্তাকে আঘাত করেছিলেন তাকে গুলি করেননি। তদন্তকারীরা জানান, এরপর বন্দুকধারী তার নিজের বাসভবনের পাশের একটি বাড়িতে চলে যায়। সেখানে তিনি একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করে। ধারণা করা হচ্ছে, তিনি তার তার বাবা সেই সঙ্গে অজ্ঞাত একজন নারীকেও গুলি করেন বলে জানায় সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস। এরপর তিনি আরো দুইজনকে গুলি করেন। একজনকে গাড়ির ভেতরে এবং অন্যজনকে তার নিজের বাড়ি কাছেই রাস্তায়। পুলিশ বলছে এই দুইজন ভুক্তভোগী নির্মাণ শ্রমিক বলে মনে হচ্ছে। পুলিশ সাক্ষীদের বর্ণনার সঙ্গে মিলে যাওয়া গাড়ি থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। সন্দেহভাজন ব্যক্তির কাছে একটি শটগান ও দুটি হ্যান্ডগান পাওয়া যায় বলে পুলিশ জানান। মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বেড়েই চলছে। বন্দুক ভায়োলেন্স আর্কাইভ (জিভিএ) এর ডাটাবেস অনুসারে, শুক্রবারের ঘটনাটি বছর শুরুর পর থেকে ৭৩তম গণ শুটিং। সূত্র: বিবিসি