October 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, April 6th, 2023, 7:52 pm

মিসৌরিতে ঘূর্ণিঝড়ের আঘাত, নিহত ৫

এপি, মিসৌরি :

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব মিসৌরির মধ্য দিয়ে মঙ্গলবার দিবাগত রাতে একটি ঘূর্ণিঝড় আঘাত হানে। এতে পাঁচজন নিহত হয় এবং গত দুই সপ্তাহে দেশটির প্রাণকেন্দ্রে আঘাত হানা মারাত্মক ঝড়ের সিরিজের তৃতীয় হিসেবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়েছে।

এ বছরের তীব্র ঝড়ের মৌসুম অব্যাহত থাকায় আবহাওয়াবিদরা আরও চরম আবহাওয়ার জন্য সতর্ক নজর রাখছেন। এই ঝড়ের ফলে প্রধানত দক্ষিণ ও মধ্য-পশ্চিমে কয়েক ডজন টর্নেডো তৈরি হয়েছে, যার ফলে কমপক্ষে ৬৩ জন মারা গেছে।

মিসৌরিতে ঘূর্ণিঝড় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আঘাত হানে এবং সেন্ট লুইস থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে বলিঞ্জার কাউন্টির একটি গ্রামীণ অঞ্চলের মধ্য দিয়ে চলে যায়। গাছ উপড়ে গেছে, ঘরবাড়ি স্তূপে পরিণত হয়েছে এবং এর পাশে একটি ভবন ভেঙে পড়েছে।

স্টেট হাইওয়ে পেট্রোল সুপারিনটেনডেন্ট এরিক ওলসন এক সংবাদ সম্মেলনে বলেন, পাঁচজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। গ্লেন অ্যালেন গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অন্তত কয়েকজন একটি পরিবারের সদস্য, যারা রাষ্ট্রীয় মহাসড়কের পাশে একটি ট্রেলারে থাকতেন।