October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 2nd, 2021, 7:00 pm

মীরসরাইয়ে ‘আইস’সহ তরুণী আটক

ফাইল ছবি

চট্টগ্রামের মীরসরাইয়ে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে মাদকের নতুন সংস্করণ ক্রিস্টাল মিথাইল এমফিটামিন ‘আইস’ সহ এক তরুণীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১ অক্টোবর) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় এলাকায় ৯৫ গ্রাম মরণঘাতি এ মাদকসহ তাকে আটক করে জোরারগঞ্জ থানা পুলিশ।

আটক নুসরাত ফাতেমা (২১) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার ধল্লা ইউনিয়নের লক্ষীপুর গ্রামের মিন্টু মিয়ার মেয়ে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের সোনাপাহাড় এলাকায় ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালালে নুসরাত ফাতেমা নামের ওই তরুণীর কাছ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৯৫ গ্রাম আইস উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এসময় মাদক বহনের দায়ে ওই তরুণীকে আটক করা হয়।

এসব মাদক চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফাতেমা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার (উপপরিদর্শক) মো. সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম নগরী থেকে এসব আইস ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। এসব মাদক বিক্রির সঙ্গে আরও কারা যুক্ত তাও খতিয়ে দেখা হচ্ছে।

ফাতেমার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

–ইউএনবি