October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 14th, 2021, 12:07 pm

মীরসরাইয়ে একই পরিবারের ৩ জনকে গলাকেটে হত্যা: আটক ২

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় স্বামী-স্ত্রীসহ তিন জনকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার জোরারগঞ্জ থানার মধ্যম সোনা পাহাড় নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- স্থানীয় মুদি দোকানি মো. মোস্তফা সওদাগর (৬৭), তার স্ত্রী জোসনারা বেগম (৫৫) এবং তাদের ছেলে আহমদ হোসেন (২৫)।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূর হোসেন মামুন বলেন, গ্রামবাসীর দেয়া খবরের ভিত্তিতে ভোরে একই পরিবারের তিন জনের গলাকাটা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিন জনকে গলাকেটে হত্যা করা হয়েছে। তবে কারা কি কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, ‘এটি ডাকাতি না পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। বাড়িতে থাকা মোস্তফার বড় ছেলে সাদ্দাম ও তার স্ত্রী আইনুন নাহারকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

—-ইউএনবি