October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, June 14th, 2022, 9:03 pm

মীরসরাইয়ে পাথরবোঝাই ট্রাকচাপায় নিহত ২

চট্টগ্রামের মীরসরাই এলাকায় সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও অপর দুজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা এলাকায় বেপরোয়া গতির পাথরবোঝাই পিকআপ ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-স্থানীয় করেরহাট ইউনিয়নের ঘেঁড়ামারা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে মো. রুবেল (৩০) ও একই ইউনিয়নের পূর্ব অলিনগর গ্রামের বাসিন্দা ব্যাটারিচালিত রিকশার চালক মো. ইউসুফ (২৮)।

মীরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুফল চন্দ্র সিংহ জানান, পাথরবোঝাই একটি মিনি ট্রাক ব্যাটারিচালিত রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত রিকশা ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাকের চালক ঘটনার পর পালিয়ে গেছে।

তিনি জানান, এ ঘটনায় আহত খোরশেদ আলম ও নাজমুল হোসেনকে বারইয়ারহাট একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

—ইউএনবি