October 12, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, November 28th, 2021, 8:00 pm

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে মোহামেডানের হাসি

নিজস্ব প্রতিবেদক:

গত মৌসুমে দুর্দান্ত খেলেছেন সোলেমানে দিয়াবাতে। এবার মোহামেডান স্পোর্টিংয়ের অধিনায়কের দায়িত্ব তার কাঁধে। স্বাধীনতা কাপ ফুটবলের প্রথম ম্যাচেই সেই দায়িত্ব ঠিকঠাক করতে পেরেছেন মালির স্ট্রাইকার। ‘সি’ গ্রুপের ম্যাচে তার নৈপুণ্যে মোহামেডান ২-১ গোলে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। রোববার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে মোহামেডান আক্রমণে এগিয়ে থেকে গোলের সুযোগ কম পায়নি। কিন্তু ২ গোলের বেশি দিতে পারেনি। ম্যাচ ঘড়ির ৪ মিনিটে এগিয়ে যেতে পারতো শন লেনের দল। রাকিব খান ইভানের থ্রু থেকে অনিক হোসেন দুর্বল শটে বল তুলে দেন গোলকিপার মামুন হোসেনের হাতে। ১৮ মিনিটে বক্সে ঢুকে অনিক আবারও বাঁ পায়ের শটে বল তুলে দেন মামুনের গ্লাভসে। ৮ মিনিট পর আমির হাকিম বাপ্পী আরও একটি সুযোগ নষ্ট করলে এগিয়ে যাওয়া হয়নি সাদা-কালোরা। অবশেষে ৩৬ মিনিটে তাদের অপেক্ষার অবসান হয়েছে। জাফরের ক্রস ধরে আক্রমণে ওঠা দিয়াবাতেকে আটকানোর চেষ্টা করেও পারেননি ডিফেন্ডার তারেক মিয়া। বক্সের ভেতর থেকে ডান পায়ের প্লেসিং শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান মালির এই স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে মোহামেডান। ৪৯ মিনিটে বাপ্পীর পাসে দিয়াবাতে বাড়ান ফাঁকায় থাকা শাহেদকে। বক্সের ভেতরে থেকে দারুণ কোনাকুনি শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার। ৬০ মিনিটে বাঁ দিক থেকে মোহামেডানের জাফর ইকবালের শট পোস্টে লেগে ফিরে আসলে তৃতীয় গোল পাওয়া হয়নি। গোল শোধে মুক্তিযোদ্ধা সুযোগ খুঁজছিল। ৭০ মিনিটে সফল হয় তারা। হেডে লক্ষ্যভেদ করেন তেতসুয়াকি মিসুয়া। তবে শেষরক্ষা হয়নি। মৌসুম শুরুর প্রতিযোগিতার প্রথম ম্যাচে ২-১ স্কোরলাইন রেখেই মাঠ ছেড়েছে মোহামেডান।