October 8, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 5th, 2023, 8:13 pm

মুক্তির অনুমতি পেল ‘ছায়াবৃক্ষ’

অনলাইন ডেস্ক :

পাহাড়ের চা শ্রমিকদের জীবনের গল্প নিয়ে নির্মিত ছবি ‘ছায়াবৃক্ষ’তে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন নিরব ও অপু বিশ্বাস। সরকারি অনুদানে নির্মিত এ ছবিটির মুক্তির অনুমতি পেয়েছে। বুধবার ছবিটির আনকাট সেন্সর সনদ লাভ করে। জানিয়েছেন এর প্রযোজক অনুপ বড়ুয়া। তিনি জানান, মুক্তির সব প্রস্তুতি নিয়েছেন। যদি ডেট পান তাহলে দুর্গা পূজায় মুক্তি দিতে পারবেন। ২০১৯-২০ অর্থবছরে অনুদান পাওয়া ‘ছায়াবৃক্ষ’ পরিচালনা করেছেন বন্ধন বিশ্বাস। ২০২১ সালের নভেম্বরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে চিত্রায়ন শুরু হয়ে শেষ হয় শ্রীমঙ্গলে।

নিরব-অপু দুজনেই ‘ছায়াবৃক্ষ’ সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী। অনুপম কথাচিত্র প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করেছেন সুমিত সেনগুপ্ত, কাজী নওশাবা আহমেদ, শতাব্দী ওয়াদুদ, ডন, এলিনা শাম্মি, ইকবাল বাবু, জাহিদ, বড়দা মিঠু, আজম খান। এর আগে বেশির ভাগ বাণিজ্যিক ঘরানার ছবিতে কাজ করেছেন নিরব। এই প্রথম তিনি একজন চা-বাগানের শ্রমিকের চরিত্রে অভিনয় করলেন। তিনি বলেন, চা-শ্রমিক হিসেবে আমাদের দেশে এক বিশাল জনগোষ্ঠী কাজ করছেন। তাদের অনেক অজানা বিষয় জানা যাবে এ ছবির মাধ্যমে। আমি নিজেও অনেক নতুন কিছু জেনেছি। পুরো ছবিটি দারুণ হয়েছে। দর্শকেরা উপভোগ করবেন।