October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, January 19th, 2022, 7:16 pm

মুক্তির অনুমতি পেয়েছে রোশান-পরী জুটির ‘মুখোশ’

অনলাইন ডেস্ক :

‘রক্ত’ সিনেমা দিয়ে প্রথমবার জুটি বাঁধেন এ প্রজন্মের স্টাইলিশ হিরো রোশান ও ঢালিউডের পরী পরীমনি। তাদের সেই সিনেমা বেশ ভালোই সাড়া ফেলেছিলো। আবারও হলে আসছেন তারা দর্শকের মন মাতাতে। তাদের নতুন বছরে দেখা যাবে সরকারি ২০১৯-২০ অর্থবছরে অনুদানপ্রাপ্ত সিনেমা ‘মুখোশ’-এ। কোনো রকমের কাটা-ছেঁড়া ছাড়াই সেন্সর পেয়েছে ছবিটি। এ তথ্য নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার শুভ। ‘মুখোশ’ সিনেমার সেন্সর পাওয়া এবং এর মুক্তি নিয়ে পরিচালক বলেন, ‘ছবিটি আনকাট সেন্সর পাওয়ায় খুব ভালো লাগছে। কিন্তু করোনার কারণে এর মুক্তি স্থগিত করা হয়েছে। আশা করছি করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে এলে সিনেমাটি মুক্তি দিতে পারবো। সেন্সরের খবর পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পরীমনিও। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, ‘আনকাট সেন্সর #মুখোশ। রোশান বলেন, ‘বেশ চমৎকার একটি সিনেমা ‘মুখোশ’। দর্শক এটি উপভোগ করবেন বলে বিশ্বাস আমার। এর আগে মুক্তি উপলক্ষে ও প্রচারণার অংশ হিসেবে ২ জানুয়ারি এক আয়োজনের মাধ্যমের প্রকাশ করা হয় সিনেমাটির টাইটেল সং ইফতেখার শুভর লেখা ‘পেজ নাম্বার ৪৪’ উপন্যাস অবলম্বনে মুখোশ সিনেমাটি ২০১৯-২০ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত। আর এর পরিবেশনার দায়িত্বে রয়েছে কপ ক্রিয়েশন। মুখোশ সিনেমায় রোশান-পরীমনি ছাড়াও মোশাররফ করিম, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলংকার চৌধুরী অভিনয় করেছেন।