November 9, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 16th, 2023, 8:01 pm

মুক্তির অপেক্ষায় কপিলের নতুন সিনেমা

অনলাইন ডেস্ক :

মুক্তির অপেক্ষায় রয়েছে কমেডিয়ান-অভিনেতা কপিল শর্মার আসন্ন চলচ্চিত্র ‘জিগ্যাটো’। ইতোমধ্যে সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে যা বেশ প্রশংসিত হয়েছে। ‘জিগ্যাটো’-এর ট্রেলার দর্শকদের যেমন মুগ্ধ করেছে, তেমনি মুগ্ধ করেছে নির্মাতাদেরও। সিনেমাটির ট্রেলার মুক্তির পরপরই ৯টি চলচ্চিত্রের অফার এসেছে কপিল শর্মার কাছে! সম্প্রতি এমনটাই জানালেন এই কমেডিয়ান-অভিনেতা। অভিনেতা প্রকাশ করেছেন যে তাকে ৯টি চলচ্চিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল যেখানে তাকে ‘গুরুতর’ ভূমিকা পালন করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। তবে কপিলের অভিযোগ, প্রস্তাব দেওয়া অনেক লেখক নিজেদের কাজ সম্পর্কে সিরিয়াস ছিলেন না। আবার কিছু কাজ তিনি নিজের ইচ্ছায় ফিরিয়ে দিয়েছেন। কারণ তিনি এমন চলচ্চিত্র করতে চান যা তার হৃদয় স্পর্শ করে। শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য চলচ্চিত্রে কাজ করতে চান না তিনি, এমনটা জানিয়ে কপিল বলেন, ‘আমি যথেষ্ট উপার্জন করেছি। আমি খুব ধনী।’ এদিকে পরিচালক নন্দিতা দাস সম্প্রতি কপিল শর্মাকে নিয়ে কাজ করার বিষয়ে বলেছেন, “আমি কপিল শর্মার শো দেখিনি, তাই আমি তার সম্পর্কে অনেক কিছু জানতাম না। কিন্তু একদিন আমার চোখ পড়ে কপিলের একটি ভিডিওতে, যা একটি অ্যাওয়ার্ড শোয়ের ছিল। যখন আমি সেই ক্লিপটি দেখেছিলাম, তখন আমার মনে হয়েছিল তিনি একদম সাধারন মানুষের মতো। তার ভাষা এবং অঙ্গভঙ্গি একজন সাধারণ মানুষের কথা বলে। আর আমার এই চলচ্চিত্রটির জন্য এমন কাউকেই প্রয়োজন ছিল।” ‘জিগ্যাটো’তে কপিল শর্মাকে একজন অসহায় খাবার বিতরণকারী রাইডারের চরিত্রে দেখা যাবে। চিরচেনা কপিল নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছেন সিনেমাটিতে। সিনেমাটির ট্রেলার দর্শক ও সমালোচক মহলে বেশ প্রশংসিত হয়েছে। এতে আরো অভিনয় করেছেন শাহানা গোস্বামী, তুষার আচার্য। পরিচালনা করেছেন নন্দিতা দাস। ১৭ মার্চ মুক্তি পাবে সিনেমাটি। সূত্র : টাইমস অফ ইন্ডিয়া