অনলাইন ডেস্ক :
ছোট পর্দার জনপ্রিয় তারকা আবদুন নূর সজল। গত ২০ বছরে নিজেকে বারবার ভেঙেছেন, গড়েছেন। বৈচিত্র্যময় চরিত্র ও ভিন্নস্বাদের গল্প নিয়ে নাটক-টেলিছবিতে হাজির হয়ে দর্শকের মন ছুঁয়ে গেছেন বারবার। এবার ঈদে তার অভিনীত ‘জ্বিন’ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। এই সিনেমায় তার নায়িকা পূজা চেরী। এরইমধ্যে সিনেমাটির প্রচারণা বেশ জমজমাট। অন্যদিকে চলতি সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী কনা। সিনেমার গানে দারুণ চাহিদা তার। দুই অঙ্গনের এ দুই তারকা এক হলেন মিউজিক ভিডিওতে। কনার গাওয়া ‘তোমাকে ভেবে’ শিরোনামের গানে তাদের দুজনকে দেখা যাবে। গানটি লিখেছেন জামাল হোসেন। সুর ও সংগীত পরিচালনা করেছেন পুনম মিত্র। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সৈকত রেজা। রঙ্গন মিউজিক থেকে মিউজিক ভিডিওটি প্রকাশ করা হবে। গানটি নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন কনা। তিনি বলেন, ‘২০১২ সালের পর ফের মিউজিক ভিডিওতে অভিনয় করেছি। গানটি শোনার পর থেকেই আমার বেশ ভালো লাগে। এটি একটি স্যাড গান। স্যাড গানে অভিনয়টা জরুরি। এরপর যখন মিউজিক ভিডিও করার সিদ্ধান্ত হয়, তখন ভাবলাম এমন একজনকে নিতে হবে যে ভালো কিছু দিতে পারবে। সেখান থেকে আমি সজল ভাইকে প্রস্তাব দিই। এর আগে সজল ভাইয়ের সঙ্গে আমি কয়েকটি নাটকে অভিনয় করেছি। সেখান থেকে তার সঙ্গে আমার বোঝাপড়াও ভালো বলতে পারি। নাটকের পর এবার মিউজিক ভিডিওতে আমাদের দেখা যাবে।’ সজলও বেশ আনন্দিত এই গানচিত্র নিয়ে। তিনি বলেন, ‘অনেক দিন পর কনার সঙ্গে অভিনয় করলাম। তবে এবার নাটকে নয়। কনারই গাওয়া গানের ভিডিওতে। আশা করছি, দর্শক-শ্রোতার ভালো লাগবে এ গানচিত্রটি।’
আরও পড়ুন
ইউটিউব থেকে সরানো হলো শাকিবের ‘তুফান’
চিন্তিত অনন্যা পান্ডে
কনাকে নিয়ে সুখবর দিলেন আসিফ