October 6, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 7:57 pm

মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’

অনলাইন ডেস্ক :

কোরবানি ঈদের পর আবারও জমজমাট সিনেমা হল। শুক্রবার একসঙ্গে মুক্তি পেল ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’।

মাহমুদ দিদার পরিচালিত প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’ মুক্তি পেয়েছে দেশের ১৯টি হলে। সরকারের অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। এছাড়াও ছিলেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত, হুমায়ুন সাধুসহ আরও অনেকে।

‘বিউটি সার্কাস’ নির্মাণ করতে উপস্থিত ছিলেন দুই শতাধিক নির্মাণসঙ্গী ও দুই হাজার গ্রামবাসী। দেশের সার্কাস শিল্পকে ঘিরে নির্মিত প্রথম এই সিনেমাটি চিত্রায়িত হয়েছে নওগাঁর সাঁপাহার গ্রামে।

এদিকে, সারাদেশের ৩৫টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘অপারেশন সুন্দরবন’। দীপঙ্কর দীপন পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, দর্শনা বণিক, তাসকিন আহমেদ, রাইসুল ইসলাম আসাদসহ আরও অনেকে।

‘অপারেশন সুন্দরবন’ নির্মিত হয়েছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার জন্য র‌্যাবের দুঃসাহসী অভিযানের গল্প অবলম্বনে।