October 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 9th, 2022, 7:33 pm

মুখ খুললেন প্রিয়াঙ্কার স্বামীর প্রাক্তন প্রেমিকা

অনলাইন ডেস্ক :

বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ভালোবেসে ঘর বেঁধেছেন মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে। চলতি বছরের এ দম্পতির ঘর আলো করে জন্ম নিয়েছে কন্যা মালতি। প্রিয়াঙ্কার আগে নিক জোনাস আরো কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। তার মধ্যে অন্যতম ‘মিস ইউনিভার্স ইউএসএ’ বিজয়ী অলিভিয়া কালপো। ২০১৩-২০১৫ সাল পর্যন্ত সম্পর্কে ছিলেন নিক-অলিভিয়া। তারা বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। কিন্তু আকস্মিকভাবে এই সম্পর্কের ইতি টানেন নিক। একটি টিভি রিয়েলিটি শোয়ে এ বিষয়ে বিস্তারিত কথা বলেন হলিউডের এই নায়িকা। যদিও শুরুতে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন অলিভিয়া। এই আলাচারিতার পুরো বিষয়টি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সপ্তাহিক পিপল ম্যাগাজিন।
সম্পর্কের বিষয়টি স্বীকার করে অলিভিয়া বলেন-‘নিক জোনাসের সঙ্গে আমি প্রেমের সম্পর্কে ছিলাম। এই সম্পর্কের অভিজ্ঞতা খুবই ভালো ছিল; তার সঙ্গে আমি লস অ্যাঞ্জেলেসে চলে গিয়েছিলাম। আমার কোনো বিশেষ পরিচয় ছিল না, টাকা ছিল না। কিন্তু আমি প্রেমে পড়েছিলাম। বিষয়টি দারুণ ছিল! কিন্তু নিক যখন আমার সঙ্গে সম্পর্কের ইতি টানে, তখন আমার কোনো পরিচয় ছিল না।’ নিক জোনাসকে বিয়ে করবেন এমন সিদ্ধান্তও নিয়েছিলেন অলিভিয়া। সম্পর্কের ইতি টানার পর খুব নেতিবাচক প্রভাব পড়েছিল তার ওপর। এ অভিনেত্রী বলেন, ‘আমার সব পরিচয় ছিল নিক জোনাস। সব তরুণ-তরুণীর প্রেমের ক্ষেত্রে এটি খুব সাধারণ গল্প। আমি ভেবেছিলাম, আমরা বিয়ে করতে যাচ্ছি। আমি সবকিছুই ভেবেছিলাম। আমার অ্যাপার্টমেন্টের সিলিংয়ের দিকে তাকিয়ে রাতের পর রাত ভেবেছি-কীভাবে এর ভাড়া পরিশোধ করব। এমনকী মুদির দোকানের বিল পরিশোধের টাকাও ছিল না।’ ‘নিক জোনাসের সঙ্গে বিচ্ছেদ আমার জীবনে গুরুতর ও গুরুত্বপূর্ণ মুহূর্ত ছিল। যা আমাকে শিখিয়েছে, হাল ছাড়া যাবে না।’ বলেন অলিভিয়া।