অনলাইন ডেস্ক :
বলিউডের একসময়ের শীর্ষ অভিনেত্রী কারিশমা কাপুর দীর্ঘদিন পর আবারও আলোচনায়। তার ফটোশুটের কিছু ছবি ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়েছে। গত মঙ্গলবার সামাজিক মাধ্যমে নতুন এক ফটোশুটের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কারিশমা। ক্যাপশনে লিখেছেন, ‘ফিলিং লাইক অ্যা স্ন্যাক।’ হ্যাশট্যাগ দিয়ে নিজেকে ‘ফুডি’ বলেও দাবি করেছেন অভিনেত্রী। তবে নিজেকে ভোজন রসিক বলে দাবি করলেও তার ফিটনেস বলছে উল্টো কথা! ছবিতে কারিশমাকে দেখা গেছে ক্রপ টপ ও নীল ডেনিমে। পায়ে স্নিকার। আলো-ছায়া আবহের ছবিগুলো কোনো রেস্টুরেন্টে তোলা হয়েছে বলে মনে করছেন নেটিজেনরা। কারিশমার ছবিতে মন্তব্য করেছেন ভক্তরা। মুগ্ধতা প্রকাশ করেছেন বলিউডের অনেক তারকাও। আনুশকা শর্মা লিখেছেন, ‘সবসময়েই স্টানার।’ কারিশমাকে এরপর দেখা যাবে ‘ব্রাউন’ ছবিতে। ছবিটি পরিচালনা করছেন অভিনয় দেও।
আরও পড়ুন
অরুনা বিশ্বাসের মুখে ‘‘থুথু” দিলেন পরীমনি
একাত্তরে জন্ম নিলে এই শিল্পীরা রাজাকার হতো: ফারুকী
কিছু শিল্পীর আসল চেহারা প্রকাশ পেয়েছে: সাদিয়া আয়মান