December 4, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 7th, 2022, 7:54 pm

মুন্সিগঞ্জের নাটেশ্বরে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন শুরু

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার নাটেশ্বরে মাটির নিচে আবিষ্কৃত হাজার বছরের প্রাচীন বৌদ্ধ নগরীর প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান ও খনন কাজ শুরু হয়েছে। শুক্রবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর এই খনন কাজের উদ্বোধন করেন।

মাটির নিচ থেকে আরও নতুন প্রত্ন নিদর্শন বের করতে দশম বছরের মতো এই খনন কাজ শুরু হয়েছে।

উদ্বোধন শেষে এক অনুষ্ঠানে আলোচনা সভার আয়োজন করা হয়।

অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি ড. নূহ- উল-আলম লেনিনের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক রতন চন্দ্র পণ্ডিত, প্রকল্পের গবেষণা পরিচালক ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড.সুফি মুস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, ২০১২-১৩ সাল থেকে নাটেশ্বর দেউলে প্রত্নতাত্ত্বিক গবেষণায় মাটির নিচ থেকে নাটেশ্বরে প্রাচীন মানব বসতির চিহ্ন আবিষ্কৃত হয়। ২০১৩ সালেই নাটেশ্বরে বৌদ্ধমন্দির, অষ্টকোণাকৃতি স্তুপ, ইট নির্মিত রাস্তা ও নালা প্রভৃতি নিদর্শন বেরিয়ে আসে। এছাড়া অষ্টকোণাকৃতির স্তুপের পাশে অষ্টম-নবম শতকে নির্মিত ১০০ বর্গমিটার আয়তনের মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যায়। ২০১৩ থেকে ২০১৯ এ সময়ে প্রায় ছয় হাজার বর্গমিটারের বেশি এলাকায় প্রত্নতাত্ত্বিক গবেষণা চলে।

—ইউএনবি