October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, September 23rd, 2022, 7:06 pm

মুন্সিগঞ্জে পুলিশ-বিএনপি সংঘর্ষ: ঢামেক হাসপাতালে আহত যুবদল কর্মীর মৃত্যু

বুধবার মুন্সীগঞ্জে বিএনপির সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবদল কর্মী বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মো. শাওন (২০) রাত ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহতের বন্ধু নাহিদ খান জানান, শাওন একজন থ্রি-হুইলার চালক ও মুক্তারপুর ওয়ার্ড যুবদলের কর্মী ছিলেন।

গত বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুরে বিএনপির সমাবেশে সংঘর্ষে পুলিশসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন।

স্থানীয় বিএনপি নেতা মো. সামি বলেন, বিক্ষোভ সমাবেশে বাধা দিতে গেলে পুলিশ সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় শাওন, জেলা বিএনপি কর্মী জাহাঙ্গীর হোসেন (৪০) এবং ছাত্রদল কর্মী মোহাম্মদ তারেক (২০) গুরুতর আহত হন। তাদেরকে বুধবার রাতে ঢামেক হাসপাতালে নেয়া হয়।

—-ইউএনবি