November 15, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 2nd, 2021, 12:56 pm

মুন্সিগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ সদস্য দগ্ধ

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জ সদর উপজেলায় একটি ভবনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দুই শিশুসহ একই পরিবারের চার জন দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টার দিকে উপজেলার পঞ্চসার ইউনিয়নের চর মুক্তারপুর শাহ সিমেন্ট রোড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন কাওসার (৪২), তার স্ত্রী শান্তা (৩৮) এবং তাদের সন্তান ইয়াসিন (৬) ও ফাতেমা (৩)।

ঢাকা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ভোর সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে এবং এতে পরিবারের চার সদস্য দগ্ধ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

দগ্ধদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠালে কর্মরত চিকিৎসক তাদেরকে ঢাকা মেডিকেলের শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানান্তর করেন।

—ইউএনবি