October 13, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 19th, 2022, 12:42 pm

মুন্সীগঞ্জে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১০

শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও আরও ১০ জন আহত হয়েছেন। শনিবার গভীর রাতে শরীয়তপুরের জাজিরার কাছে ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিকাপ চালক মো. খোকন (৪০) ঝালকাঠির বাসিন্দা।

লৌহজং থানার এসআই (উপপরিদর্শক) শাখাওয়াত হোসেন জানান, পুলিশ ঘটনাস্থলে আছে। তদন্ত চলছে। লাশ তিন নাম্বার ফেরি ঘাটে আছে। দুর্ঘটনা কবলিত ফেরি দুটিতে অর্ধ শতাধিক যান এবং দুইতাধিক যাত্রী ছিল।

ফেরি বেগম রোকেয়ার মাস্টার মিন্টু রঞ্জন দাস জানান, সুফিয়া কামাল যাচ্ছিল উজানে আর বেগম রোকেয়া আসছিল ভাটিতে। সুফিয়া কামালকে অপেক্ষা করতে বলা হয়েছিল কিন্তু ফেরিটি অপেক্ষা করেনি। বেগম রোকেয়া ভাটিতে নামার সময় রাতে ইঞ্জিন কমিয়ে রাখলেও স্রোতের কারণে এই ঘটনা ঘটে।

ফেরি সুফিয়া কামালের মাস্টার মোহাম্মদ হাসান বলেন, প্রচণ্ড স্রোতে টার্নিংয়ে নিয়ন্ত্রণ করতে না পারার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

—ইউএনবি