October 16, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 14th, 2023, 8:04 pm

মুন্সীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে মালিক-কর্মচারী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও তিন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা শ্রীনগর-দোহার বাইপাস সড়কের জুশুরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শ্রীনগরের গিয়াসউদ্দিনের ছেলে মুদি দোকানী মো. ইয়াসিন (২২) ও কর্মচারী বাবুর দিঘিরপাড় গ্রামের শামসুল ইসলামের ছেলে সাইমন (১৮)।

আহত ফুলকুচি এলাকার রাতুল (২৫) ও ফারদিন (১৮) এবং কয়কীর্তন গ্রামের জয় (১৯)।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুইটি মোটরসাইকেলের সংঘর্ষের কারণে দুর্ঘটনাটি ঘটে।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দুই মোটরসাইকেলের পাঁচজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সাইমনকে ঢাকা রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। আহত তিনজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি।

—ইউএনবি