November 5, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, January 23rd, 2024, 7:56 pm

মুন্সীগঞ্জে হত্যা মামলার ৪ আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের লৌহজং এলাকার বাসিন্দা কালাচাঁন সরদারকে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- হিরু সরদার (৪০), বাবু সরদার (৩৫), আলমগীর সরদার (৪৫) ও মুক্তা বেগম (৩৫)।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক ও সিনিয়র এএসপি শিহাব করিম।

তিনি জানান, গত কয়েকদিন ধরে কালাচাঁন সরদারের সঙ্গে তাদের প্রতিবেশী বাবু সরদার ও হিরু সরদারের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। আর এর জেরে গত ১৬ জানুয়ারি বিকালে তারা বাবু সরদার ও হিরু সরদারের নেতৃত্বে কালাচাঁন সরদারের বাড়িতে হামলা চালায়।

কালাচাঁন সরদার বিষয়টি জানতে পেরে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে যান। ইউপি সদস্যকে না পেয়ে বাড়িতে ফিরার সময় বাড়ির পাশের রাস্তায় বাবু সরদার ও হিরু সরদারসহ তাদের লোকজন কাঠের চেলা দিয়ে কালাচাঁন সরদারকে বেদম মারধার করেন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে তারা পালিয়ে যান।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে রাতেই মারা যান কালাচাঁন। এ ঘটনায় নিহত কালাচাঁনের স্ত্রী বাদী হয়ে লৌহজং থানায় আটজনের নাম উল্লেখ করে আরও ৪ থেকে ৫ জনকে অজ্ঞাত আাসামি করে একটি হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আসামিদের লৌহজং থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

—-ইউএনবি