October 7, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, January 20th, 2022, 7:58 pm

‘মুন নাইট’ অভিনেতা আর নেই

অনলাইন ডেস্ক :

জনপ্রিয় ফরাসি অভিনেতা গ্যাসপার্ড উলিল। স্কিয়িং দুর্ঘটনায় নিহত হয়েছেন তিনি। তার বয়স হয়েছিল ৩৭। জানা গেছে, গত মঙ্গলবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সে স্কিয়িং করতে গিয়েছিলেন গ্যাসপার্ড। এই সময় অপর একজন স্কিয়ারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বুধবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। ফরাসি অভিনেতা পিয়ার নিনে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘শোকাহত। গ্যাসপার্ড অনেক সরল ও দয়ালু ছিলেন। সৌন্দর্য ও দক্ষতা দুই-ই তার মধ্যে ছিল।’ গ্যাসপার্ড ১৯৮৪ সালের ২৫ নভেম্বর জন্মগ্রহণ করেন। মাত্র ১১ বছর বয়সে অভিনয় শুরু করেন। ২০০৫ সালে নবাগত অভিনেতা শাখায় ফ্রান্সের সিজার পুরস্কার পান তিনি। এর আগে ২০০৩ ও ২০০৪ সালে এই শাখায় মনোনয়ন পেয়েছিলেন। ২০০৭ সালে ‘হ্যানিবাল রাইজিং’ সিনেমায় অভিনয় করে সকলের নজর কাড়েন। ২০১৭ সালে ‘ইটস অনলি দ্য এ- অব দি ওয়ার্ল্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে সিজার পুরস্কার জেতেন তিনি। এদিকে আগামী মার্চে মুক্তি পাবে মার্ভেলের ‘মুন নাইট’। এই টিভি সিরিজে অভিনয় করছেন গ্যাসপার্ড উলিল।