জেলা প্রতিনিধি, কুমিল্লা (মুরাদনগর) :
মুরাদনগরে প্রতিবন্ধী রিকশাচালক হত্যা মামলার পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আটককৃত মোঃ ইকবাল হোসেন(২৬) উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের সিরাজুল ইসলাম ও মমতাজ বেগমের ছেলে।
পুলিশি সূত্রে জানা যায়, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের প্রতিবন্ধী রিকশাচালক মোঃ সেলিমকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত ২নং আসামী। ঘটনার পর থেকেই গ্রেফতার এড়াতে সকল আসামী আত্মগোপনে রয়েছে। সহকারী পুলিশ সুপার (মুরাদনগর) সার্কেল ও ওসির পরামর্শে এসআই মোঃ বোরহান উদ্দিন মজুমদারের নেতৃত্বাধীন ফোর্স বুধবার (২৬এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের বাকলীয়া থানার অন্তর্ভুক্ত এছাকের ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
মুরাদনগর থানার ওসি আজিজুল বারী ইবনে জলিল বলেন, গ্রেফতারকৃত আসামী ইকবালকে যথাযথ পুলিশি স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার(২৩এপ্রিল) সকালে মুরাদনগরের মোচাগড়া গ্রামে আম খাওনা নিয়ে সৃষ্ট দ্বন্দ্বের জেরে বোনকে আঘাতে আহত করার প্রতিবাদ করায়, পিটিয়ে নির্মমভাবে হত্যা করে রিকশাচালক প্রতিবন্ধী মোঃ সেলিমকে(৩৫)। নিহতের পরিবার থানায় বাদী হয়ে হত্যা মামলা রুজু করে।
আরও পড়ুন
সাগর-রুনি হত্যা মামলা তদন্তে উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ
সাইবার আইনের মামলা প্রত্যাহার হচ্ছে, গ্রেপ্তাররা মুক্তি পাচ্ছেন
সাবেক এমপি সুজনের জামিন না মঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ