কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে মো. ইলিয়াস নামে এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কক্সবাজার মূখ্য বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে তিনি এ জবানবন্দি দেন। রবিবার (১০ অক্টোবর) দুপুর ১টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার কোর্ট পুলিশের দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা।
আসামি মো. ইলিয়াস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এর রজক আলীর ছেলে।
ওই কর্মকর্তা জানান, শনিবার (৯ অক্টোবর) তিন দিনের রিমান্ড শেষে মো. ইলিয়াসকে আদালতে নেয়া হয়। পরে কক্সবাজার মূখ্য বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তিনি।
এর আগে রবিবার (৩ অক্টোবর) দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে-৫ এ অভিযান চালিয়ে ইলিয়াসকে আটক করে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ান।
উল্লেখ্য,২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়ায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের অফিসে একদল অস্ত্রধারী গুলি করে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যা করেন। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর তাদের প্রত্যেককে তিন দিন করে রিমান্ড দেন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালত।
–ইউএনবি
আরও পড়ুন
আশুলিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শ্রমিকের মৃত্যু, আহত ২
তিস্তার পানি কমতে থাকলেও বেড়েছে ভাঙন আতঙ্ক
সিরাজগঞ্জে দ্রুত গতিতে বাড়ছে যমুনার পানি