September 10, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 6th, 2023, 9:04 pm

মেক্সিকোতে বাস খাদে, নিহত ২৭

অনলাইন ডেস্ক :

মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় ওক্সাকা রাজ্যে একটি বাস রাস্তা থেকে ছিটকে গিরিখাদে পড়ে ২৭ জন নিহত হয়েছেন। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ, ১৩ জন নারী এবং একটি শিশু ছিল। এ ঘটনায় ২১ জন আহত হয়েছেন।’ তবে রাষ্ট্রপক্ষের আইনজীবী বার্নার্ডো রদ্রিগেজ আলামিল্লা নিউজ আউটলেট এএফপিকে বলেছেন, আহতের সংখ্যা ১৭। তিনি বলেন, ‘বাসটি মেক্সিকো সিটি থেকে ইয়োসোন্ডুয়া যাওয়ার সময় মাগডালেনা পেনাস্কো শহরের কাছে একটি হাইওয়ে থেকে উল্টে যায়। এটি প্রায় ২৫ মিটার (৮০ ফুট) গভীর একটি খাদে পড়ে গেছে।’ ওক্সাকা স্টেট হাইওয়ে পুলিশ পরিচালক টোরিবিও লোপেজ সানচেজ টুইটার পোস্টে লেখেন, ‘মাগডালেনা পেনাস্কো শহরে মর্মান্তিক দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে ওই এলাকায় চলাচলকারী মোটরচালকদের চরম সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।’

সোশাল মিডিয়ায় গত বুধবার ওক্সাকা রাজ্যের গভর্নর সালোমন জারা ক্রুজ লেখেন, ‘মাগডালেনা পেনাস্কোতে ঘটে যাওয়া দুর্ঘটনার জন্য আমরা গভীরভাবে অনুতপ্ত। সরকারি কর্মীরা ইতোমধ্যেই উদ্ধার অভিযান চালাচ্ছে। আহতদের সব ধরনের সহায়তা প্রদান করছে।’ ঘটনাটি মেক্সিকোতে মারাত্মক দুর্ঘটনার সর্বশেষ ঘটনাগুলোর একটি। খাড়া এবং বাজে রাস্তার কারণে দেশটিতে প্রায়শই প্রাণহানি ঘটে। পশ্চিম মেক্সিকোতে এপ্রিলে একটি বাস পাহাড় থেকে ছিটকে ১৮ জন নিহত হয়।

এ ছাড়া ২০২১ সালের ডিসেম্বরে চিয়াপাস রাজ্যে প্রায় ১৬৬ জনকে বহনকারী একটি ট্রাক পড়ে গেলে ৫৪ জন নিহত হয়। ২০২১ সালের ডিসেম্বরের ঘটনায় নিহত ব্যক্তিরা মূলত ট্রাকে বস্তাবন্দী অভিবাসী ছিলেন। মেক্সিকোর মতো লাতিন আমেরিকার দেশগুলোর মধ্য দিয়ে গোপনে ভ্রমণ করার চেষ্টা করার সময় অভিবাসীরা প্রায়শই এই বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হন।